• রাফাতে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েল। এতে পাঁচ শিশু নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।
• আল-শিফা হাসপাতালের আশপাশের ভবনগুলোতে বার বার আগুন ধরিয়ে দিচ্ছে জায়োনিস্ট বাহিনী।
• আল-শিফা হাসপাতালকে অবরুদ্ধ করে হামলা চালানো অব্যাহত রেখেছে জায়োনিস্ট ইসরায়েল। পাঁচ দিন ধরে হাসপাতালে কোনো প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা যাচ্ছে না। এতে মেডিকেল সাপ্লাইয়ের অভাবে ইতোমধ্যে ৩ জন রোগী মারা গেছেন।
• দেইর আল-বালাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।
• মার্কিনী বাহিনী ইয়েমেনে হামলা চালানো অব্যাহত রেখেছে। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র-ব্রিটেন জোট বাহিনী ইয়েমেনে হামলা চালাচ্ছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,০৭০ জন ফিলিস্তিনি।
• ২২শে মার্চ জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:
আল-কুদুস ব্রিগেড:
🔻 গাজা শহরে আল-শিফা হাসপাতালের কাছে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।
🔻আল-শিফা হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
আল-আকসা শহীদি ব্রিগেড:
🔻 আল-শিফা হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
মুজাহিদিন ব্রিগেড:
🔻 আল-শিফা হাসপাতালের কাছে জায়োনিস্ট বাহিনীর সামরিক যানে আরপিজি দিয়ে হামলা করেছেন।
আবু আলি মুস্তফা ব্রিগেড:
🔻 আল-শিফা হাসপাতালের কাছে একটি জায়োনিস্ট সামরিক যানে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 আল-কুদুস ব্রিগেডের সাথে এক যৌথ অভিযানে বী’এরি এলাকায় জায়োনিস্ট দখলদার অবস্থানে রকেট হামলা চালিয়েছেন।
🔻 আল-জায়তুন এক জায়োনিস্ট স্নাইপারকে পর্যবেক্ষণে রেখে তাকে নিস্তব্ধ করে দিয়েছেন।
নাসের সালাহ আদ-দ্বীন ব্রিগেড:
🔻 গাজা শহরের পশ্চিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ভারী মর্টারশেল নিক্ষেপ করেছেন।