ফেব্রুয়ারি মাসজুড়ে পাকিস্তানে টিটিপি ৬৪টি অভিযান

0
349

পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। দলটির এক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ৬৪টি অভিযান পরিচালনা করছেন টিটিপির মুজাহিদগণ।

বিবৃতি অনুযায়ী, পাকিস্তান খাইবার পাখতুনখোয়া অঞ্চলে টিটিপির এসকল অভিযানে সামরিক বাহিনীর ১৭২ সদস্য হতাহত হয়েছে। এদের মধ্যে নিহতের সংখ্যা ৭৭ জন এবং আহতের সংখ্যা ৯৫ জন। আর হতাহতের এই তালিকায় রয়েছে ৮১ সেনা সদস্য, ৬১ পুলিশ/সিটিডি সদস্য এবং ১৮ এফসি (সীমান্তরক্ষী) সদস্য সহ গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট ১২ সদস্য।

মুজাহিদদের এসকল অভিযানে সামরিক বাহিনীর সদস্যরা হতাহত হওয়া ছাড়াও তাদের অনেক সাঁজোয়া যান ও সরঞ্জাম ধ্বংস হয়েছে। ধ্বংসের এই তালিকায় রয়েছে ৭টি সাঁজোয়া যান, ২টি পুলিশ ভেন, ১টি ড্রোন এবং ৪টি নজরদারি গোপন ক্যামেরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য অধিদপ্তরে প্রশিক্ষণের কথা বলে ২২ কোটি টাকা বিদেশে পাচার
পরবর্তী নিবন্ধসময় বাড়িয়েও শেষ হয়নি সুনামগঞ্জে ফসল রক্ষার বাঁধ নির্মাণ