ইসরায়েলকে ৯৯ শতাংশ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি

0
153

সুইডিশ গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলকে ৯৯ শতাংশ অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সীমিত করার আহ্বান বেড়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে যে, ইসরায়েলের প্রায় সকল অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আমদানি করা।

যুদ্ধ এবং অস্ত্র নিয়ে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের কেনা অস্ত্রের ৬৯ শতাংশ মার্কিন সংস্থা, ৩০ শতাংশ জার্মানি এবং ০.৯ শতাংশ ইতালি থেকে।
ফ্রান্সের এয়ারবাস হেলিকপ্টারের নির্মিত একটি হেলিকপ্টার বাদে ইসরায়েলি বিমান বাহিনীর বর্তমান চালিত বিমানের সবকটিই যুক্তরাষ্ট্রের তৈরি।

এসআইপিআরআই প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৩ সালের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত ইসরায়েলকে হাজার হাজার গাইডেড মিসাইল এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। ২০২৩ সালের শেষ নাগাদ ইসরায়েলের প্রাপ্ত প্রধান অস্ত্রের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬১টি যুদ্ধবিমান এবং জার্মানির ৪টি সাবমেরিন।’

এটা স্পষ্ট যে, মার্কিন সংস্থাগুলোর তৈরি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনের (জেডিএএম) মতো সিস্টেমের মাধ্যমে সাধারণ বোমাগুলোকে নির্ভুল অস্ত্রে রূপান্তরিত করা হয়। ইসরায়েল এ ধরনের সিস্টেম তৈরি করে না।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাম্প্রতিক দশকগুলোতে মার্কিন যুদ্ধবিমান বিক্রি হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপে একটি প্রধান ভূমিকা পালন করেছে।

অবরুদ্ধ গাজায় লাগাতার নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। ইতোমধ্যে প্রায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবুও থামছেনা বিমান হামলা। এমনকি জাতিসংঘের ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হচ্ছে। হাসপাতাল, বাড়ী-ঘর মসজিদ সব ধ্বংস করে দিয়েছে। আর এই ইসরায়েলকে অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি।

তথ্যসূত্র:
1. Amid arms embargo calls, data shows 99% of Israeli weapon imports are from US, Germany
– https://tinyurl.com/3x82bt7h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতুর্কি ড্রোন নিয়ে তুর্কি জনগণের প্রতি জেএনআইএম নেতার আহবান
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৮ মার্চ, ২০২৪