• রাফা এবং গাজার অন্যান্য এলাকাতে বোমা হামলা অব্যাহত রেখেছে জায়োনিস্ট ইসরায়েল।
• জায়োনিস্ট ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না। এতে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন ফিলিস্তিনিরা।
• গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীর থেকে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• রাফায় আক্রমণ করা থেকে ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
• দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় জায়োনিস্ট বাহিনী বিমান হামলা চালিয়েছে।
• জায়োনিস্ট হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৭৮৯ জন ফিলিস্তিনি।
• রাফা শহরের পূর্বে শওকা এলাকায় একটি ভবনের ভেতরে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। তাদের সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এসময় মুজাহিদগণ ইয়াসিন ১০৫ গোলা দিয়ে জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা চালালে ট্যাংকটিতে আগুন ধরে যায়।
• দক্ষিণ লেবানন থেকে দখলদারদের বেশ কয়েকটি অবস্থানে রকেট হামলা চালানো হয়েছে।
• রাফা শহরের পূর্বে আল-শওকা এলাকায় অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর সাথে মেশিনগান এবং আরপিজি দিয়ে তীব্র লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• গাজা এনভেলপে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর মর্টারশেল নিক্ষেপ করেছেন আবু আলী মুস্তফা ব্রিগেড।
• রাফার আল-শওকা এলাকায় জায়োনিস্ট বাহিনীর অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড।
• রেইম সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।