ভিডিও || নতুন সেনা প্রশিক্ষণের ভিডিও প্রকাশ করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
1067

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বর্তমানে ৮টি সেনা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে অন্যতম হল হচ্ছে ‘২০১ হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেনা কর্পস’ এর সেনা প্রশিক্ষণ কেন্দ্র। সম্প্রতি প্রশিক্ষণ কেন্দ্রটিতে সেনা সদস্যদের স্নাতক অর্জন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়া প্রশাসনের গুরুত্বপূর্ণ উমারাগণ উপস্থিত ছিলেন। তারা সেনা সদস্যদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় সেনা কর্পসের সদস্যরা উপস্থিত উমরাগণের উদ্দেশ্যে বিভিন্ন সামরিক মহড়া প্রদর্শন করেন।

গত ৬ মে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উক্ত অনুষ্ঠান ও সেনা কর্পসে বিভিন্ন সময়ে প্রশিক্ষণের দীর্ঘ ২২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। উক্ত ভিডিওতে চমৎকার সব সামরিক কৌশল প্রদর্শন করেছেন ইসলামি সেনারা।

ভিডিও ডাউনলোড করুন:
https://archive.org/details/khaled-bin-waleed-201-corps

ভিডিওটি দেখুন:


তথ্যসূত্র:
1. تمرینات و مراسم فراغت نیروهای اردوی اسلامی ملی از مرکز تعلیمی قول اردوی ۲۰۱ خالد بن ولید
https://tinyurl.com/5d9zeyet

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাফায় ইসরায়েলের স্থল অভিযান, একই পরিবারের ৭ জন নিহত
পরবর্তী নিবন্ধশান্তিচুক্তি প্রত্যাখ্যান করে রাফাহতে ইসরায়েলি হামলা: ইমারতে ইসলামিয়ার তীব্র নিন্দা