ইসরায়েল পশ্চিম তীরে ৯,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে

0
114

ফিলিস্তিনি বন্দী বিষয়ক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে যে, ইসরায়েল গত বছরের ৭ অক্টোবর থেকে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীর থেকে ৩০০ জন মহিলা এবং ৬৩৫ জন নাবালক সহ ৯,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে৷

বন্দী ও প্রাক্তন বন্দী বিষয়ক কমিশন, প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এবং অ্যাডামিয়ার প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন ৩ জুন, সোমবার এক যৌথ বিবৃতিতে বলেছে যে, ৭ অক্টোবর থেকে দখলদারদের কারাগারের অভ্যন্তরে নিহত হওয়া অন্তত ১৮ বন্দীর পরিচয় পাওয়া গেছে। ইসরায়েল তাদের হেফাজতে মারা যাওয়া অন্যান্য ১৬ বন্দীর লাশ আটকে রেখেছে।

প্রতিষ্ঠানগুলি জানিয়েছে, বন্দীদের মধ্যে ৩০০ জন মহিলা, ৬৩৫ জন নাবালক এবং ৮০ জন সাংবাদিক রয়েছেন। এছাড়াও, গাজার ১২ জন সাংবাদিক ইসরায়েলে গুমের শিকার হয়েছেন।

বিবৃতিতে আর বলা হয়েছে, আটক বন্দীদের সাথে দুর্ব্যবহার ও গুরুতরভাবে মারধর করা হচ্ছে এবং বন্দীদের ও তাদের পরিবারের বিরুদ্ধে হুমকি প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলি যোগ করেছে যে, দখলদার বাহিনী পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দীদের পরিবারের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলি বন্দীশিবিরে গাজার কয়েক ডজন বন্দীকে হত্যার বিষয়ে ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনের কথা বিবৃতিতে উল্লেখ করেন।

যৌথ বিবৃতিতে ৭ অক্টোবর থেকে জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে দখলদার সেনাবাহিনী এবং উপনিবেশবাদীদের দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান আক্রমণের চিত্রও তুলে ধরা হয়েছে। হামলার ফলে অধিকৃত পশ্চিম তীরে এ পর্যন্ত ৫২১ জন নিহত হয়েছে এবং প্রায় ৫,০০০জন আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. Over 9,000 Palestinians detained in West Bank since October 7, 2023 by Israel – Prisoners’ institutions
https://tinyurl.com/y625ynb2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুই কাশ্মীরি যুবককে খুন করল ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধব্যবসায়ীদের জন্য সহনশীল কর নীতি প্রণয়ন করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান