• আল-শাতি ক্যাম্পে হামলা চালিয়েছে ১০ জনকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল। নিহতদের মধ্যে হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার বোনও রয়েছেন।
• আরও দুটি হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• খান ইউনিসে ত্রাণের প্রতীক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর জায়োনিস্ট হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• প্রায় ৫ লাখ ফিলিস্তিনি তীব্র খাদ্য সংকটে রয়েছেন। গাজায় দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকি রয়েছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৬৫৮ জন ফিলিস্তিনি।
• আল ফারাআ ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড। সেখানে বেশ কয়েকবার বিভিন্ন অবস্থানে জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।
• রাফার দক্ষিণে আল খাতিব স্কুলের উপকণ্ঠে আল মাসরি টাওয়ারের পেছনে অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্য ও গাড়ির উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর ১০৭-টাইপ রকেট হামলা চালিয়েছেন আল আকসা শহীদি ব্রিগেড।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ার দক্ষিণে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• সোফা সামরিক সাইটে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।
• গাজা এনভেলপে বেশ কয়েকটি জায়োনিস্ট দখলদার বসতিতে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• দখলীকৃত আসকালানে বারজিলাই মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, আল-কুদুস ব্রিগেডের রকেট হামলায় অন্তত ৫ দখলদার আহত হয়েছে।