আল-কাসসামের এক অভিযানে ১০ জায়োনিস্ট সেনা নিহত

0
243

আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে যে, দলটির বীর যোদ্ধাদের দ্বারা গাজার শুজাইয়াতে পরিচালিত এক অভিযানে ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সহিংস সংঘর্ষ অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় গাজা উপত্যকার পূর্ব শুজাইয়া এলাকায় সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষ তীব্রতর হচ্ছে। শুজাইয়া এমন একটি এলাকা, যা ইসরাইলি হামলার কারণে অনেকাংশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ধ্বংসস্তুপের মধ্য থেকেই এলাকাটির আশপাশে দখলদার শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছেন আল-কাসসাম ব্রিগেড ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলি।

গত ৫ জুলাই আল-কাসসাম ব্রিগেডের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, শুজাইয়াতে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রয়েছে। এলাকাটিতে গতকাল প্রতিরোধ যোদ্ধাদের এক অভিযানে দখলদার বাহিনীর ১০ সেনা নিহত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, অভিযানটি শুজাইয়াতে একটি বিল্ডিংয়ে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীকে টিবিজি রকেট লঞ্চার দিয়ে লক্ষ্যবস্তু করার মাধ্যমে শুরু হয়েছিল। এরপর লক্ষ্যবস্তু ভবনের দিকে অগ্রসর হন মুজাহিদগণ এবং সেখানে অবস্থান নেওয়া ইসরায়েলি সৈন্যদের নির্মূল করতে তীব্র আক্রমণ শুরু করেন। এক পর্যায়ে পিছু হটার চেষ্টা শুরু করে দখলদার সৈন্যরা। তখন পিছু হটতে চাওয়া ইসরায়েলি সেনাদের বিস্ফোরক দিয়ে লক্ষ্যবস্তু বানান মুজাহিদগণ।

ফলশ্রুতিতে অনেক দখলদার সৈন্য নিহত এবং আহত হয়, যাদের মধ্যে ১০ সেনার নিহত হওয়ার তথ্য সুনির্দিষ্টভাবে নিশ্চিত করেছেন ফ্রন্ট লাইন থেকে ফিরে আসা মুজাহিদগণ। তারা আরও জানিয়েছেন যে, অভিযানে নিহত ও আহত ইহুদিবাদী সৈন্যদের সরিয়ে নিতে ওই এলাকায় সামরিক হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে।


তথ্যসূত্র:

١- أعلنت كتائب الشهيد عز الدين القسام الجناح العسكري

https://tinyurl.com/yr4rz44y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় নিহত আরও অর্ধশতাধিক, প্রাণহানি ছাড়াল ৩৮ হাজার
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে গম উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৫-২০ শতাংশ