গাজায় স্কুলে ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ১৭

0
75
গাজায় স্কুলে ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ১৭

৪ আগস্ট, রবিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু সাধারণ ফিলিস্তিনি। ইসরায়েল মধ্য গাজার একটি স্কুলে বিমান হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। হামলার শিকার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মধ্য গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন । স্কুলে কমপক্ষে তিনটি বোমা ফেলা হয়েছিল। প্রথমবার হামলার পর উদ্ধারকারী এবং স্কুলের ভেতরে স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপের নিচে থেকে লোকদের পালাতে সাহায্য করার চেষ্টার সময় ফের হামলার ঘটনা ঘটে।

ওই তিনটি বোমা স্থাপনাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। অতীতে ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করেছে এই কৌশল। প্রথমে সামরিক বাহিনী একটি বোমা নিক্ষেপ করে যা আংশিকভাবে স্থাপনাগুলোকে ধ্বংস করে দেয়, এভাবে অনেক লোককে হত্যা করে তারা এবং তারপর কয়েক মিনিটের মধ্যে ইসরায়েল একইস্থানে আরও বোমা নিক্ষেপ করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলার মধ্য দিয়ে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের আগ্রাসনে মোট ৩৯ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৯০ হাজার। এই হতাহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।


তথ্যসূত্র:
1. Deadly Bombardment – 17 Killed as Israel Targets Gaza School
– https://tinyurl.com/2vksmja7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ-পুলিশের যৌথ হামলা, হতাহত অনেক
পরবর্তী নিবন্ধঅসহযোগ আন্দোলন: আরও অন্তত ৩২ জনকে হত্যা করলো আওয়ামী সরকার