ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ-পুলিশের যৌথ হামলা, হতাহত অনেক

0
272
ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ-পুলিশের যৌথ হামলা, হতাহত অনেক

ছাত্র-জনতার উপর শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার প্রতিবাদে আজ ৩ আগস্ট দেশজুড়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল। এখন পর্যন্ত কুমিল্লা, ফরিদপুর, গাজীপুর, নওগাঁ এবং সিলেটের কোম্পানিগঞ্জসহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে প্রথম আলো জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবিতে কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফৌজদারি হয়ে পুলিশ লাইনসের দিকে যাচ্ছিলেন। মিছিলটি রেসকোর্স এলাকায় পৌঁছালে পেছন থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর অন্তত ৩০টি গুলি করে। এতে ছয়জন গুলিবিদ্ধ এবং ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ পাঁচ শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা। এই ঘটনায় কুমিল্লায় নিহতের খবর শোনা যাচ্ছে। তবে এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রথম আলো জানিয়েছে, ফরিদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়েছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে ভাঙা রাস্তার মোড় পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীদের উপর হামলা চালাতে পুলিশকে সহযোগিতা করেছে শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সশস্ত্র নেতা-কর্মীরা।

এদিকে গাজীপুরের শ্রীপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়। পুলিশ আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এসময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের গাড়ি পুড়িয়ে দিতে সক্ষম হন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের বর্বরোচিত হমালা চালিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসাথে তারা ৪ আগস্ট রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে চালু হল প্রায় ১৮ বছর বন্ধ থাকা বিখ্যাত একটি টেক্সটাইল কারখানা
পরবর্তী নিবন্ধগাজায় স্কুলে ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ১৭