পালানোর সময় এখন পর্যন্ত আটক হলো যারা

0
512

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। ১৫ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মীরা এখন দেশ থেকে পালাতে চাচ্ছে। এখন পর্যন্ত বেশ কয়েক আওয়ামী লীগ সদস্যকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

পতনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও অনেক এমপি-মন্ত্রী দেশে আটকে যায়। আওয়ামী লীগের শাসনামলে দেশব্যাপী ব্যাপক লুটতরাজ, দুর্নীতি, অত্যাচার চালানোর কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর ক্ষিপ্ত জনসাধারণ। গত ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর দেশজুড়ে তাই আওয়ামী লীগের অত্যাচারী নেতা-কর্মীদের উপর হামলা চালান বিক্ষুব্ধ জনতা। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। প্রাণভয়ে আওয়ামী লীগের উচ্চ পদস্থ নেতারা এখন দেশ ছেড়ে পালাতে চাচ্ছে। কিন্তু পালানোর সময় এখন পর্যন্ত মন্ত্রীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের কয়েক নেতা আটক হয়েছে।

এখন পর্যন্ত আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। ৬ই আগস্ট মঙ্গলবার বিকালে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

একইদিন দুপুরে সদ্য সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয়।

এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে মঙ্গলবার বিকালে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাকে ফেরত পাঠানো হয়।
ইমিগ্রেশনে স্পেশাল ব্রাঞ্চ এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ, যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।


তথ্যসূত্র:
১. হাই প্রোফাইলদের কেন ফেরানো হচ্ছে, কারণ জানালো ইমিগ্রেশন – https://tinyurl.com/42zsc9w3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী দুঃশাসন: দেশের ১৮ লাখ কোটির বেশি ঋণ, পাচার প্রায় ১৫০ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধকাশিমপুর কারাগারে গুলি করে বন্দীদের হত্যা করেছে কর্তৃপক্ষ