ফিলিস্তিন ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ইয়াহইয়া সিনওয়ার। তিনি গাজা থেকেই দলটির নেতৃত্ব দিবেন। তার এই নেতৃত্ব ইহুদীবাদি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্য সরাসরি অবজ্ঞার বার্তা বহন করছে।
গত ৬ আগস্ট মঙ্গলবার সংগঠনটি সংক্ষিপ্ত এক বার্তায়, শহিদ ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হিসেবে ইয়াহইয়া সিনওয়ারকে রাজনৈতিক শাখার প্রধান হিসেবে ঘোষণা দিয়েছে। নতুন দায়িত্ব গ্রহণ করার আগপর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইয়াহইয়া সিনওয়ার হাফিযাহুল্লাহ ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং সংগঠনটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের প্রধান।
বিবৃতিতে হামাস জানায়, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহইয়া সিনওয়ারকে রাজনৈতিক ব্যুরোর প্রধান নিযুক্ত করা হয়েছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে নতুন দায়িত্বের পাশাপাশি সিনওয়ার আগের দায়িত্বও পালন করবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে জায়োনিস্ট ইসরায়েল গাজায় বসবাসরত ফিলিস্তিনি এই নেতাকে তাদের “এক নম্বর শত্রু” হিসেবে বিবেচনা করে থাকে। সেই সাথে সিনওয়ারকে যেকোনো মূল্যে হত্যা করার ইচ্ছাও প্রকাশ্যে ঘোষণা করে আসছে ইসরায়েল। কেননা ৬১ বছর বয়সী এই নেতাকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন ও ঐতিহাসিক তুফানুল আকসা অপারেশনের প্রধান পরিকল্পনাকারী হিসেবে ধরা হয়।
এদিকে গাজায় ইসরায়েলী আগ্রাসন শুরুর পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। যদিও ইসরায়েল একটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে নিশ্চিত করে আসছে যে, সিনওয়ার এখনো গাজায়ই রয়েছেন। ফলে গাজায় আত্মগোপনে থাকা অবস্থায় সিনওয়ার কীভাবে হামাসের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করবেন, কীভাবে তিনি আন্দোলনের প্রতিদিনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এবং কীভাবে তিনি গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবেন তা স্পষ্ট নয়।
তবে বিশ্লেষকরা ধারণা করছেন, সিনওয়ারকে প্রধান বানিয়ে হামাস মূলত এই বার্তাই দিচ্ছে যে, দলটি সামনের দিনগুলোতে রাজনৈতিক কার্যক্রমের চাইতে সামরিক কার্যক্রমকেই প্রাধান্য দিবে। সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি করবে।