ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলিরা

0
49

অধিকৃত পশ্চিম তীরের হেবরনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি সেখানে মুসলিমদেরকে নামাজ পড়তেও দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওয়াদি আল-হারিয়া এলাকায় অভিযান চালায়। তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাসি চালায়। তারা জাবাল আবু রুমান এলাকাতেও প্রবেশ করে। সৈন্য ও স্নাইপারদেরকে আবাসিক ভবনের ছাদেও অবস্থান নিতে দেখা যায়।

ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু স্নেইনা জানান, কোনো নোটিশ ছাড়াই মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে একইসময় মুসলিম পবিত্র স্থানটিতে ইহুদিদের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।

তিনি বলেন, দখলদার বাহিনী আগাম কোনো ঘোষণা ছাড়াই স্থানীয় সময় ৩১ আগস্ট, রবিবার ভোর ৪টায় মসজিদটি বন্ধ করে দেয়। তারা নামাজিদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনী মসজিদটি বন্ধ করার কথা স্বীকার করেছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে অধিকৃত পশ্চিম তীরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছে। সন্ত্রাসী ইসরায়েল এখন ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে পশ্চিম তীরে।


তথ্যসূত্র:
1. Israeli army storms Hebron, closes Ibrahimi Mosque amid heightened tensions
– https://tinyurl.com/5n8pnzub
2.Israel stops Muslim worship at Ibrahimi Mosque
– https://tinyurl.com/2s3febsm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দিনভর ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধগ্যাস নেই জানা সত্ত্বেও প্রকল্পের নামে হরিলুট আওয়ামী সরকারের