গাজায় দিনভর ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত

0
51

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৩১ আগস্ট, শনিবার সারা দিনে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে ৪০ হাজার ৬৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৪ হাজার ৬০ জন।

গাজার চিকিৎসা সূত্র জানায় যে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এর প্যারামেডিকরা গাজা শহরের দক্ষিণে সাবরা এলাকায় একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে এবং বেশ কয়েকজন আহতকে ব্যাপ্টিস্ট হাসপাতালে স্থানান্তরিত করেছে।

এদিকে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন এলাকায় হাজ্জাজ পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে।

গাজা উপত্যকার মাঝখানে নুসেইরাত ক্যাম্পে, হামাদ পরিবারের একটি ভবনের উপরের তলায় দখলদারদের হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। এছাড়াও নুসেইরাত ক্যাম্পের পশ্চিমে আলিয়ান আবু ইউসুফ বিল্ডিং লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নয়জন বেসামরিক লোক নিহত হয়েছিল।

এদিকে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের জোরা আল-লট এলাকায় আল-জাবুর পরিবারের জন্য একটি বাড়ি লক্ষ্য করে দখলদারদের হামলায় পাঁচ বেসামরিক লোক নিহত এবং আরও ১৫ জন আহত হয়। খান ইউনিসের পশ্চিমে আল-হাসাইনা এলাকায় জাকাউত পরিবারের একটি বাড়িতে বরর্বর ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নাগরিকও নিহত হয়।

এদিকে ইসরায়েলি সেনাদের ভয়াবহ অবরোধের মুখে পড়েছে পশ্চিম তীরের জেনিন শহর। সেখানকার বাসিন্দারা খাবার ও পানি সংকটে পড়েছেন। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও। পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েল। গতকালও অভিযান অব্যাহত ছিল।


তথ্যসূত্র:
1. Death toll across Gaza surges to 40,691, over 94,060 wounded
– https://tinyurl.com/4sy24pac
2.Dozens of civilians killed and others injured in Israeli airstrikes on various areas in Gaza
– https://tinyurl.com/5rthy8u8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামের বিধান সভায় জুমার নামাজের ২ ঘণ্টা বিরতি বাতিল
পরবর্তী নিবন্ধইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলিরা