সাবেক আওয়ামী সংসদ সদস্য হাজি সেলিম গ্রেপ্তার

0
84

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিমকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) রবিউল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিম দীর্ঘ দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে ঢাকা-৭ আসনে  ৩ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।

হাজি সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর মামলা করে দুদক। বিচারিক আদালত ২০০৮ সালের ২৭ এপ্রিল ওই মামলায় রায় দেয়। রায়ে হাজি সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়।

২০২২ সালে ওই মামলায় হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেয় হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করে সে। এরপর কিছুদিন কারাভোগের পর ২০২৩ সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেয়।


তথ্যসূত্র:
১. সাবেক সংসদ সদস্য হাজি সেলিম গ্রেপ্তার
– https://tinyurl.com/yck99xwr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশুলিয়ায় ছাত্র-জনতার লাশ জড়ো করে পুড়িয়ে দিয়েছিল পুলিশ
পরবর্তী নিবন্ধআগস্টে টিটিপির রেকর্ড সংখ্যক ২৪৩টি অপারেশনের স্বাক্ষী হলো পাকিস্তান