স্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় ২৬০৪ক্যারেট পান্নাপাথর বিক্রয় করেছে আফগান খনিজ সম্পদ মন্ত্রণালয়

0
216

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ পান্না রত্নপাথর খনির জন্য অত্যন্ত প্রসিদ্ধ। সম্প্রতি প্রদেশটির বিভিন্ন খনি থেকে আহরিত পান্না রত্নপাথর বিক্রয় করতে নিলাম আহ্বান করেছিল ইমারতে ইসলামিয়া সরকারের খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়। উক্ত নিলামে ২হাজার ৬০৪ক্যারেট পান্না পাথর বিক্রয় করেছে উক্ত মন্ত্রণালয়, যার মোট বিক্রয়মূল্য ছিল ৩লক্ষ ৩৫হাজার ৫০০ডলার।

খনিজ সম্পদ বিষয়ক মনিটরিং কমিটির তত্ত্বাবধানে এই নিলাম প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে। এতে স্থানীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। স্বচ্ছ প্রক্রিয়ায় নিলাম কার্যক্রম সম্পাদিত হয়েছে বলে জানান অধিদপ্তরের প্রধান মৌলভী মুহাম্মদ কাসিম আমিরি হাফিযাহুল্লাহ। একই প্রক্রিয়ায় ইতোপূর্বে হাজার হাজার ক্যারেট পান্না পাথর বিক্রয় করেছিল এই মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1) Panjshir Sells Over 2600 Carats of Emeralds Through Transparent Bidding Process
– https://tinyurl.com/mrs9k36m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী স্বাস্থ্যমন্ত্রীর ছেলের যুক্তরাষ্ট্রে ১২টি অ্যাপার্টমেন্ট!
পরবর্তী নিবন্ধআগস্টে মালিতে আল-কায়েদার দুর্দান্ত ২৮ অভিযান