সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭

0
55

সিরিয়ার মধ্যাঞ্চলে বর্বর ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ০৮ সেপ্টেম্বর, রবিবার হামলার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ায় কয়েক শ হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রবিবার সিরিয়ার মাসইয়াফ অঞ্চলে এই হামলা চালানো হয়েছে । ইসরায়েলের এ হামলায় নিহত মানুষের সংখ্যা ৭। এর মধ্যে এক পুরুষ ও তাঁর সন্তানসহ তিনজন বেসামরিক নাগরিক রয়েছে। তাঁরা একটি গাড়িতে ছিলেন। এ ছাড়া হামলায় চার সেনা নিহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকার কয়েকটি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

গত বছরের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এ সংঘাত শুরুর পর থেকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা তীব্র হয়েছে।


তথ্যসূত্র:
1.Several killed in Israeli air strikes on central Syria, says war monitor
– https://tinyurl.com/ymj9mbed
2. Five killed, 19 injured in Israeli airstrikes, Syrian state news agency claims
– https://tinyurl.com/y4w3trb4
3.Israeli strikes reported in central Syria
– https://tinyurl.com/y3566xds

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানে জাইশুল আদলের ক্লিন-আপ অপারেশনে ইন্টেলিজেন্স অফিসার নিহত
পরবর্তী নিবন্ধএস আলমের লাখ কোটি টাকা ঋণ, ব্যাংকে জমা পাওয়া গেল ২৬ হাজার কোটি