ইরানে জাইশুল আদলের ক্লিন-আপ অপারেশনে ইন্টেলিজেন্স অফিসার নিহত

0
230

ইরানের খাশ প্রদেশে দেশটির ইন্টেলিজেন্স অফিসারের গাড়িতে হামলা চালিয়েছেন সশস্ত্র সুন্নী প্রতিরোধ যোদ্ধারা। এতে মুমতাজ মুরাদ নামক এক অফিসার নিহত হয়েছে বলে জানা গেছে।

ইরানের শিস্তান ও বেলুচিস্তানে সক্রিয় সশস্ত্র সুন্নী ইসলামি প্রতিরোধ গোষ্ঠী জাইশুল আদল। গত ২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায়, ইরানের খাশ প্রদেশের এসকালাবাদ শহরে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন দলটির মুজাহিদগণ। এতে ঘটনাস্থলে ইরানি এক অফিসার নিহত হয়।

জাইশুল আদল এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, নিহত ব্যাক্তি ইরানের আইআরজিসি ইন্টেলিজেন্সের একজন ওয়ান্টেড অফিসার। নিহত (মুমতাজ শিরজাই) এই অফিসার প্রতিরোধ বাহিনীর কয়েকজন মুজাহিদকে শহিদ করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেও বলে জানানো হয়। ফলে এই অফিসার দীর্ঘদিন ধরে মুজাহিদদের ওয়ান্টেড তালিকায় ছিলো।

সর্বশেষ গত সোমবার জাইশুল আদলের মুজাহিদগণ শাহরিভার এলাকায় মুমতাজের অবস্থান চিহ্নিত করেন। অতপর মুজাহিদগণ ঘটনাস্থলে মুমতাজের গাড়ি লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালান। আর তাতেই অপরাধী ইন্টেলিজেন্স অফিসার মুমতাজ নিহত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে আরও ৩৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধসিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭