আফগানিস্তানে চলতি বছরে গম উৎপাদন একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। দেশটিতে এবারের উৎপাদন প্রায় ৪.৯ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়েছে, যা দেশের খাদ্য চাহিদার একটি গুরুত্বপূর্ণ অংশ পূরণে সক্ষম।
গত ২২ সেপ্টেম্বর এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে আফগান অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের এই উৎপাদনের সাফল্য এসেছে দেশের কৃষি খাতে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে। এ বছর ২.১৪ মিলিয়ন হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬% বেশি।
এ বছর গম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল সরকার। প্রথমত, সরকার কৃষকদের জন্য ৭০ হাজার টন উন্নত গমের বীজ বিতরণ করেছে, যা ফসলের গুণগত মান এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
দ্বিতীয়ত, খাল খননের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে, যা সেচ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করেছে, কৃষকদের সময়মতো রাসায়নিক সার সরবরাহ করা হয়েছে। এছাড়াও ছোট আকারের জলাধার নির্মাণ করা হয়েছে, যা খরার সময়ে কৃষকদের পানি সরবরাহে সহায়তা করছে। পাশাপাশি বিদেশে গম পাচার প্রতিরোধের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও মাদকজাতীয় পণ্য বিশেষ করে আফিম চাষ বন্ধ করে গম চাষের দিকে কৃষকদের মনোনিবেশ করা, কৃষি উপকরণ বিতরণ, গম সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ, কৃষকদের থেকে ন্যায্য দামে গম ক্রয় এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তথ্যসূত্র:
1. Afghanistan nears wheat self-sufficiency
– https://tinyurl.com/3my9awny