লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলার পর মৃত্যুর মিছিল বাড়ছেই। হামলার তিনদিনের মাথায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৭ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২২ সেপ্টেম্বর, রবিবার ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু এবং সাতজন নারীও রয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৬৮ জন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, টানা তৃতীয় দিনের মতো ধ্বংসস্তূপ অপসারণের কাজ অব্যাহত রয়েছে। কিছু মৃতদেহের পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ ১৭ জনকে উদ্ধারে অভিযান চলছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ বৈরুতের জামাস স্ট্রিটের কাছে এ হামলা চালানো হয়।
সংস্থাটি বলেছে, একটি ইসরায়েলি এফ-৩৫ জেট জামাস স্ট্রিটের আবাসিক এলাকায় দুইবার হামলা চালায়।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের লক্ষ্য পরিষ্কার এবং আমরা সেদিকেই এগিয়ে যাবো।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, এই হামলা আবারও প্রমাণ করলো যে দখলদার ইসরায়েল কোনো মানবিক, আইনি বা নৈতিক বিবেচনাকে গুরুত্ব দেয় না।
এর আগে লেবাননজুড়ে একযোগে পেজার বিস্ফোরণে বহু হতাহতের রেশ কাটতে না কাটতেই একদিনের মাথায় বুধবার দেশটিতে একযোগে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত ৩০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. Death toll from Israeli airstrike in Beirut rises to 45: Lebanese Health Ministry
– https://tinyurl.com/2s39w6jz
2.Death toll from Israeli strike in Beirut rises to 45 – Lebanese Health Ministry
– https://tinyurl.com/ynvpk8rw