কুমিল্লা সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ

0
49

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কামাল হোসেন (৩২) সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজে নিহত কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এই বিষয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


তথ্যসূত্র:
১. বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
– https://tinyurl.com/4j8zrtf2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগত ছয় মাসে ৫.৬৭৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে আফগানিস্তান
পরবর্তী নিবন্ধ৭ই অক্টোবর, আফগানিস্তানের ইতিহাসে অন্যতম একটি কালো দিন