গত ছয় মাসে ৫.৬৭৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে আফগানিস্তান

0
79

গুণগত মানের কারণে বিশ্ববাজারে আফগান পণ্যের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, যার ফলে বিগত ছয় মাসে দেশটি ৫.৬৭৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে।

গত ৬ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে শুকনো ও তাজা ফল, কার্পেট, খনিজ পাথর, ডালিম, মালুচ (খেজুরের মতো এক ধরণের মিষ্টি ফল), জাফরান এবং জিরা। এই পণ্যগুলো ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন, তুরস্ক এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশে রপ্তানি করা হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে ইমারতে ইসলামিয়া সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। কৃষি খাতে উন্নয়নের জন্য খাল নির্মাণ ও পানি আটকে রেখে সেচের জন্য অনেক জলাধার তৈরি করা হয়েছে। পাশাপাশি শিল্প বিকাশেও রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শিল্প উদ্যোক্তাদের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. د صنعت او سوداګرۍ وزارت: افغانستان په تېرو شپږو مياشتو کې ۵ ميليارده او ۶۷۹ ميليونه ډالره سوداګري کړې ده
– https://tinyurl.com/yar87at7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআলেমদের উপর নির্যাতনের ঘটনা বর্ণনার দায়ে চাকুরি গেল ইমামের
পরবর্তী নিবন্ধকুমিল্লা সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ