আগ্রাসনের ৩৭৬ তম দিনে ইসরায়েলি গণহত্যার শিকার ৬৫ ফিলিস্তিনি

0
26

দখলদার ইসরায়েল গাজা উপত্যকা জুড়ে ফিলিস্তিনি পরিবার গুলোর উপরে মোট ছয়টি গণহত্যা চালিয়েছে। দখলদার বাহিনীর চালানো এসব গণহত্যায় ১৬ অক্টোবর, বুধবার ৬৫ জন শহীদ এবং ১৪০ জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি আগ্রাসনের ৩৭৬ তম দিনে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া রিপোর্ট অনুযায়ী, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ৪২,৪০৯ জন নিহত হয়েছে, এবং আরো ৯৯,১৫৩ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।

দখলদার বাহিনী টানা ১২ দিন ধরে উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের অবরোধ অব্যাহত রেখেছে। ইসরায়েলি অবরোধ এবং আবিরাম বোমাবর্ষণের কারণে শিবিরটি ভয়াবহ মানবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

গাজার আল মায়াদিনের সংবাদদাতা উত্তর গাজার সাফাতাউই এলাকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সাঁজোয়া যান এবং ড্রোন থেকে ভারী গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডঃ মুনির আল-বুরশ জানিয়েছেন, গত ১১ দিনে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় উত্তর গাজার হাসপাতালে ৩৫০ জন শহীদ এবং শত শত আহত হয়েছেন। তিনি আরও বলেন, বেশ কিছু লাশ রাস্তায় ও গলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, উদ্ধারকারী দল তাদের উদ্ধার করতে পারেনি।

আল-বুর্শ আরও উল্লেখ করেছেন যে হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম নিতান্তই কমে গেছে। প্রয়োজনীয় ওষুধেরও ঘাটতি রয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিটগুলি জ্বালানী ঘাটতির কারণে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও তিনি নিশ্চিত করেছেন যে গত ১১ দিন ধরে উত্তর গাজায় কোনো ত্রান সামগ্রী প্রবেশ করেনি।


তথ্যসূত্র:
1. Death toll across Gaza Strip surges to 42,409, over 99,153 injured
– https://english.wafa.ps/Pages/Details/150460
2.Day 376 of Israeli genocide in Gaza: 42,409 killed, 99,153 injured
– https://tinyurl.com/3zenzw33

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান থেকে মসজিদে জুতা নিক্ষেপ
পরবর্তী নিবন্ধ৩২০০ পিস ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা