চলতি বছরের (হিজরি সৌরসাল ১৪০৩) প্রথম ছয় মাসে আফগানিস্তানের হেরাত প্রদেশে রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিগত বছরের একই সময়ের তুলনায় প্রদেশটির রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই ছয় মাসে সর্বমোট ৭ কোটি ৭০ লাখ ৮২ হাজার ডলার মূল্যের রপ্তানি বাণিজ্য সম্পাদিত হয়েছে। হেরাতের বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাগণ এই তথ্য প্রদান করেছেন।
প্রদেশটি হতে ৩২ হাজার টনের অধিক কৃষি ও শিল্পজাত পণ্য, ঔষধি বৃক্ষ এবং খনিজ পদার্থ বিশ্ববাজারে প্রেরণ করা হয়েছে। কৃষিজাত পণ্যের মধ্যে তুলা, জাফরান, হিং (এক ধরনের মসলা), আঙ্গুর ও কিশমিশ অন্যতম বলে জানিয়েছেন কৃষি বিষয়ক কার্যালয়ের চেয়ারম্যান বশির আহমেদ বাহাদুরি হাফিযাহুল্লাহ।
এই সকল পণ্য তুরস্ক, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত, কাজাখিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেছে তালেবান প্রশাসন।
তথ্যসূত্র:
1. Volume of Herat’s exports doubled in first 6 months of this year
– https://tinyurl.com/bdfbae49