চলতি বছরে ৬ হাজার টনেরও অধিক আনার রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়ার কান্দাহার কৃষি বিভাগ

0
57

আনার বা ডালিম আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফল। আনার চাষ করে অসংখ্য আফগান কৃষক জীবিকা নির্বাহ করে থাকে। দেশটির বেশ কয়েকটি প্রদেশের প্রধান ফল হল আনার। এদের মধ্যে কান্দাহার প্রদেশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

চলতি বছরে(১৪০৩ হিজরি সৌরসাল) আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ১৫ টন আনার রপ্তানি করেছে প্রদেশটির কৃষি বিভাগ। সম্পাদিত রপ্তানি উক্ত অঞ্চলের কৃষি খাতে উল্লেখযোগ্য সাফল্য বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টগণ।

এই ফল সংযুক্ত আরব আমিরাত, ভারত, যুক্তরাজ্য, কিরগিজস্তান, লেবানন ও পাকিস্তানসহ অন্যান্য কয়েকটি দেশে রপ্তানি করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ফলটি রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা ব্যক্ত করেছে উক্ত কৃষি বিভাগ।

আফগানিস্তানে উৎপাদিত আনার ফলের বেশ ক্বদর রয়েছে বিশ্ববাজারে। তাই বর্ধিত চাহিদা মেটাতে উৎপাদন ও বিপণন কৌশল প্রসারণের দিকে মনোনিবেশ করেছে ইমারতে ইসলামিয়া সরকারের কৃষি বিভাগ।


তথ্যসূত্র:
1. Kandahar Exports 6,000 Tons of Pomegranates to Global Markets
– https://tinyurl.com/msk7mabj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের জলসীমায় ০২টি ট্রলিং জাহাজ সহ ৩১ গ্রেফতার ভারতীয় জেলে
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষ্যের মাঝে সংঘর্ষ; আহত ০৪