সফলভাবে ১টি বাস তৈরি সম্পন্ন করেছে ইমারতে ইসলামিয়া সরকার, আফগানিস্তানের ইতিহাসে নিজ দেশে নির্মিত এটিই প্রথম বাস। সদ্য নির্মিত এই বাস দেশের নগর পরিবহন সেবায় ব্যবহৃত হবে। ইমারতে ইসলামিয়া সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক্স পোস্টের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। উক্ত পোস্টে নতুন তৈরিকৃত এই বাসের ছবিও শেয়ার করেছেন তিনি।
আফগানিস্তানের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এটি অন্যতম মাইলফলক হিসেবে তিনি উল্লেখ করেছেন। একটি অনুষ্ঠানের মাধ্যমে খুব শীঘ্রই নতুন এই বাস উদ্বোধন করবে তালেবান প্রশাসন।
উল্লেখ্য যে, বিগত পশ্চিমা আগ্রাসন ও তাদের পুতুল প্রশাসনের আমলে আফগানিস্তানে ধ্বংস ও অস্থিতিশীলতা নেমে এসেছিল। পক্ষান্তরে বিদেশি হস্তক্ষেপমুক্ত তালেবান সরকারের আমলে দেশটি স্বনির্ভরতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র:
1. Bus manufactured in Afghanistan Revealed
– https://tinyurl.com/fxmyd3mf