ঐতিহ্যবাহী আফগান কার্পেটের রপ্তানিমূল্য ৬ মাসে প্রায় ৮.৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে

0
58

আফগানিস্তানের ঐতিহ্যবাহী একটি হস্তবুনন শিল্প কার্পেট। আর্য বংশীয় আফগানগণ উত্তরাধিকার সূ্ত্রে লাভ করা শিল্পটি সফলতার সাথে লালন করে চলেছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত বালখ, জাওযান, ফারিয়াব, সারেপুল, কুন্দুজ ও সামানগান প্রদেশে এই শিল্প ব্যাপক বিস্তার লাভ করেছে।

ঐতিহ্যবাহী এই হস্তবুনন শিল্পের প্রসারে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। হস্তবুনন শিল্প সংশ্লিষ্ট কাবুলে স্থায়ীভাবে একটি প্রদর্শনী চলমান রয়েছে। এছাড়া দেশে-বিদেশে অস্থায়ীভাবে এই সংক্রান্ত প্রদর্শনী আয়োজিত হয়ে থাকে। সম্প্রতি সৌদি আরবেও কার্পেট শিল্পের প্রদর্শনী আয়োজিত হয়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ২৩ লক্ষ কেজির অধিক কার্পেট রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া সরকার। যার রপ্তানিমূল্য ৮৭ লক্ষ মার্কিন ডলার বা ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার এই কার্পেট পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে।

আফগান কার্পেটের গুণ-মান বিশ্ববাজারে অত্যন্ত প্রশংসিত। দেশের হাজার হাজার কর্মী তাদের জীবিকা উপার্জন করতে এই শিল্পের সাথে জড়িত রয়েছেন। এই শিল্প সফলভাবে দেশটির সাংস্কৃতিক ও অর্থনৈতিক তাৎপর্য প্রকাশ করে যাচ্ছে।


তথ্যসূত্র:
1. Afghan carpet exports rise to Europe
– https://tinyurl.com/yc4n2d3d
2. Afghan Carpet Exports Surpass $8 Million in 6 Months
– https://tinyurl.com/29hb4w6x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবহুমুখী হুমকির মুখে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী
পরবর্তী নিবন্ধদারিদ্র্য দূরীকরণ প্রকল্পের নামে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছে বিআরডিবির কর্মকর্তা