ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ১ নভেম্বর, শুক্রবার রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে।
গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলেছে, হামলা চালানো ওই দুই বহুতল আবাসিক ভবনে ১৭০ জন আশ্রয় নিয়েছিলেন।
আবাসিক ভবনে হামলা চালিয়ে ৮৪ জনকে হত্যার ঘটনাকে ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ বলে মন্তব্য করেছে সরকারি গণমাধ্যম দপ্তর। তারা জানিয়েছে, ওই এলাকা অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। এলাকাটিতে কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।
উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর। তবে জানিয়েছে, ভবন দুটি শালায়েল ও আল-গান্দোর পরিবারের।
সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিকে দায়ী করেছেন তারা।
তথ্যসূত্র:
1. LIVE: Israel ‘massacres’ 84 in Gaza, air strikes kill dozens across Lebanon
– https://tinyurl.com/rda7anhy
2.Israeli strikes kill 50 children in northern Gaza, officials say
– https://tinyurl.com/8h34a8pc