উত্তর গাজায় আরও ১৫ দখলদার সেনা হতাহত

0
132

১ নভেম্বর, শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় ১৫ ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ওই ব্রিগেড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আল-কাসসাম যোদ্ধারা একটি জটিল অভিযানে অংশ নিয়ে প্রথমে ইহুদিবাদীদের একটি সাঁজোয়া যানে আল-ইয়াসিন ১০৫ শেল দিয়ে আঘাত হানেন। এরপর তারা একটি ঘরে ঘাঁটি গেড়ে অবস্থান করা ১২ ইসরায়েলি সৈন্যর ওপর টিবিজি শেল দিয়ে হামলা চালান। এসব হামলায় সব ইহুদিবাদী সেনা নিহত অথবা আহত হয়।

উত্তর গাজার জাবালিয়া এলাকায় এসব হামলা হয় জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ সময় হামলা থেকে রক্ষা পাওয়া তিন ইসরায়েলি সেনা কোনোমতে একটি মেরকাভা ট্যাংকের দিকে দৌড়ে পালাতে থাকলে উচ্চ বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন একটি বোমা নিক্ষেপ করে তাদেরকেও ঘায়েল করা হয়।

উত্তর গাজায় গত কয়েক সপ্তাহের ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের মুখে নিজেদের অভিযানের মাত্রা বাড়িয়ে দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। উত্তর গাজায় গত কয়েক সপ্তাহে অন্তত ১,০০০ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এই নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিক গণহত্যায় ৪৩ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। এসব মানুষের বেশিরভাগ নারী ও শিশু।

এর আগে দখলদার দেশটির সেনাবাহিনী স্বীকার করেছে, গত অক্টোবর মাসে গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে তাদের ৬২ সেনা নিহত হয়েছে। গাজা যুদ্ধে একমাসে নিহতের দিক দিয়ে এটি ইসরায়েলি সেনাদের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত বছরের ডিসেম্বরে গাজায় ১১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছিল।


তথ্যসূত্র:
1. Hamas Claims 15 Israeli Soldiers Killed, Injured In North Gaza Attack | Details
– https://tinyurl.com/46r75yxt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকালী পূজায় বুয়েটের হলে ‘জয় শ্রীরাম’ স্লোগান
পরবর্তী নিবন্ধমাদ্রাসা বন্ধের দাবীতে উগ্রবাদী হিন্দুদের বিক্ষোভ