গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩ ফিলিস্তিনি

0
35

৪ নভেম্বর, সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৪০০ জনে পৌঁছেছে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ৫ নভেম্বর, মনঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তরে বেইত লাহিয়ায় বাড়িতে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া গাজা শহরের তুফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় চারজন, কেন্দ্রীয় দেইর এল-বালাহে একটি তাঁবুতে হামলায় দুজন, সেন্ট্রাল আজ-জাওয়াইদায় একটি তাঁবুতে হামলায় চারজন, দক্ষিণ খান ইউনিসের তাঁবুতে হামলায় তিনজন নিহত হয়েছেন।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আবারও উত্তর গাজা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি আবাসিক ভবনে বোমা হামলা করেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

অবরুদ্ধ শহরটিতে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার একদিন পর এই বোমা হামলা করা হয়।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এই আগ্রাসনে আরও অন্তত এক লাখ ২ হাজার ২৬১ জন ব্যক্তিও আহত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র:
1. At least 33 Palestinians killed in Israel’s predawn attacks on Gaza
– https://tinyurl.com/5n7fu4yw
3.Several civilians killed and others injured in Israeli airstrikes on different areas in Gaza
– https://tinyurl.com/5evacyj7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে ১৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক উপপ্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর উপর আল-কাসসাম ব্রিগেডের আক্রমণ