পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার সুবিদখালী এলাকায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত গণমাধ্যমকে জানিয়েছে, উদ্ধার পিস্তল ও গুলি আমেরিকার তৈরি। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তর করা।
তিনি আরও জানিয়েছে, অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল সেটি নির্ধারণের জন্য তদন্ত চলছে। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
১.পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক
-https://tinyurl.com/4p2ust3y