মধ্যপ্রাচ্যজুড়ে এক বছরের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলের বর্বর এ আগ্রাসন থামাতে বিভিন্ন দেশের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের সামরিক অবস্থানকে নিশানা করে ১১ নভেম্বর, সোমবার হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।
১২ নভেম্বর, মঙ্গলবার আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে ড্রোন ছুড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ড্রোন হামলার দাবি করলেও তাদের লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। গোষ্ঠীটি জানিয়েছে, দখল প্রতিরোধে আমাদের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা এবং ফিলিস্তিন ও লেবাননে আমাদের জনগণের সমর্থনে এ হামলা চালানো হয়েছে।
এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, পূর্ব দিক থেকে একটি ড্রোন আসতে দেখা গেছে। এ ছাড়া অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে।
তথ্যসূত্র:
1. Islamic Resistance in Iraq announces drone strikes on Israeli targets
– https://tinyurl.com/39aza3ss