২০ কোটি ডলার ব্যয়ে সিমেন্ট কারখানা স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
52

আফগানিস্তানের বালখ প্রদেশে বৃহৎ আকারের ১টি সিমেন্ট কারখানা স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এতে ২টি আফগান ও ১টি চীনা বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করতে যাচ্ছে। তাদের সর্বমোট বিনিয়োগের পরিমাণ হবে ২০ কোটি মার্কিন ডলার। বালখ প্রদেশের উপ-গভর্নর মৌলভী নূরুল হাদি আবু ইদ্রিস হাফিযাহুল্লাহ তথ্যগুলো প্রদান করেছেন।

৩০০ একর জমির উপর কারখানাটি নির্মিত হবে। এটির বার্ষিক সিমেন্ট উৎপাদন সক্ষমতা হবে ১০ লক্ষ মেট্রিক টন। এছাড়া এতে ১ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কারখানাটি স্থাপনের ফলে বিদেশ থেকে সিমেন্ট আমদানি কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সিমেন্ট উৎপাদন খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসবে বিবেচনা করছেন বিশ্লেষকগণ।


তথ্যসূত্র:
1. $200 Million Cement Factory to Be Established in Balkh
– https://tinyurl.com/2b8mz53b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদারীপুরে ওসির বাড়ির জন্য তিন কোটি টাকার কালভার্ট নির্মাণ
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় প্রকাশ্যে দুই গুপ্তচরের উপর শরয়ী হদ কার্যকর করলো আশ-শাবাব