মাদারীপুরে ওসির বাড়ির জন্য তিন কোটি টাকার কালভার্ট নির্মাণ

0
34

মাদারীপুরে শুধু পুলিশের এক ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাড়ির জন্য একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। মন্ত্রণালয়ে তদবির করে এই কালভার্ট নির্মাণের ব্যবস্থা করেছে বলে স্বীকারও করেছে ওই ওসি।

সম্প্রতি কালভার্টটির নির্মাণকাজ শেষ হলে এর নামফলক স্থাপন করা হয়। সেখানে দেখা যায়, কালভার্টটি নির্মাণে সরকারের সোয়া ৩ কোটি টাকা খরচ হয়েছে। আর তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করছেন, ছোট্ট এই কালভার্টটি নির্মাণে ব্যাপক অনিয়মও হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন স্থানীয়রা।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় সড়কের ছয়না গ্রামের কামাল মোল্লার বাড়ির সামনে ‘বরিশাল খালের’ ওপরে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। কামাল মোল্লার বড় ভাই মোস্তাফিজুর রহমান মোল্লা শরীয়তপুরের জাজিরা থানার ওসি হিসেবে কর্মরত ছিল। বর্তমানে সে ঢাকার উত্তরা হাইওয়ে থানায় কর্মরত রয়েছে। কালভার্টের নামফলকে কামাল মোল্লার বাড়ির কথা উল্লেখ থাকলেও ওসি মোস্তাফিজুর রহমানই মূলত ওই বাড়ির মালিক বলে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিপি প্রকল্পের আওতায় মাদারীপুর সদর উপজেলা পরিষদ কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ৯৬ টাকায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামের কামাল মোল্লার বাড়ির কাছের খালের ওপরে একটি আরসিসি কালভার্টের নির্মাণকাজের জন্য আবরার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে, যা চলতি বছরের জুন মাসে শেষ হয়।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সদস্য শহিদুল ইসলাম রাহাত বলেন, ছয়না গ্রামের বাসিন্দা সাবেক ওসি মোস্তাফিজ। সে তাদের ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট করে নিজের ভাইদের নামের আড়ালে বহুতল ভবন নির্মাণ করছে। এত টাকা সে কোথায় পেল? এ ছাড়া সে জাজিরা থানায় ওসি থাকার সময় মন্ত্রণালয়ে তদবির করে শুধু নিজের একটি বাড়ির জন্য একটি কালভার্ট নির্মাণ করিয়েছে। তাও কালভার্টের নামফলক দেখে জানতে পারলাম, এত ছোট্ট একটি কালভার্ট নির্মাণ করতে সরকার সোয়া ৩ কোটি টাকা খরচ করেছে, যা অবিশ্বাস্য ও অস্বাভাবিক। এই কালভার্ট নির্মাণকাজে অনিয়মের সঙ্গে যারা জড়িত, তদন্তপূর্বক তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।


তথ্যসূত্র:
১. মাদারীপুরে ওসির বাড়ির জন্য তিন কোটি টাকার কালভার্ট
– https://tinyurl.com/26dzp2fb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে ৩৩ হাজার টনের অধিক পেঁয়াজ রপ্তানি করেছে আফগানিস্তানের কান্দাহার কৃষি বিভাগ
পরবর্তী নিবন্ধ২০ কোটি ডলার ব্যয়ে সিমেন্ট কারখানা স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন