ভারতের মধ্যপ্রদেশে মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের বের করে দিয়েছে কর্তৃপক্ষ

0
33

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশী মেলা থেকে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে মুসলিম ব্যবসায়ীদের বের করে দিয়েছে মেলা কর্তৃপক্ষ। মুসলিম ব্যবসায়ীরা জানায়, তারা অংশগ্রহণের ফি পরিশোধ করে মেলার স্টল বুক করলেও গত ১৭ নভেম্বর মেলা থেকে তাদের চলে যেতে বলা হয়। মেলাটি গত ১৪ অক্টোবর শুরু হয়েছিল এবং এটি আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।

গত ১৮ নভেম্বর এনডিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘ক্লারিওন ইন্ডিয়া ডট নেট’। প্রতিবেদনে বলা হয়েছে, স্বদেশী বিভিন্ন পণ্য নিয়ে ওই মেলাটির উদ্দেশ্য ছিল স্ব-কর্মসংস্থানকে উৎসাহিত করা এবং দেশীয় স্থানীয় পণ্যগুলোর প্রচার বাড়ানো। কিন্তু মুসলিম ব্যবসায়ীদের বের করে দেওয়ার ঘটনাটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

উচ্ছেদ হওয়া আগ্রার এক ব্যবসায়ী মুহাম্মদ রশিদ বলেন, তারা আমার নাম জিজ্ঞাসা করে এবং আমার দোকান বন্ধ করে দেয়। এখানে আমাদের ১০টি দোকান ছিল। কিন্তু আয়োজকেরা আমাদের বলেছেন, মুসলমানদের প্রবেশ নিষেধ। আমাদের সকল ভাড়া এবং যাতায়াতের খরচ বিফলে গেল।

লখণৌয়ের থেকে মেলায় অংশ নিতে আসা শাব্বির বলেন, কর্তৃপক্ষ আমাদের দোকান বসতে দিতে অস্বীকার করেছে এবং আমাদের চলে যেতে বলেছে। এছাড়াও আরও বেশ কয়েকজন মুসলিম ব্যবসায়ী তাদেরকে মেলা থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন।


তথ্যসূত্র:
1. Madhya Pradesh: Muslim Traders Evicted from Fair Promoting Equality, Harmony
– https://tinyurl.com/4prj3mst

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি বর্বরোচিত হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় ঝরল আরও ৪৪ প্রাণ