সাধারণ শিক্ষার্থীদের হলে উঠতে বাঁধা ছাত্রদলের; ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৫ শিক্ষার্থী

0
26

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের নেতাকর্মীদের বাধায় ছাত্রাবাসে উঠতে পারছেন না সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীরা ছাত্রবাসে উঠতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ গণমধ্যমকে জানিয়েছে, চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ শিক্ষার্থী আহত হয়েছেন।’
তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের ৫ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে ১৫ বছর পর গতকাল বুধবার দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসন। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা আজ দুপুরে ছাত্রবাসে উঠতে গেছে ছাত্রদল নেতাকর্মীদের বাধার মুখে পড়েন।

ছাত্রাবাস খোলার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা। গত সোমবার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। যে কারণে দ্বিতীয় দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন তাদের সঙ্গে প্রতিশ্রুতি দিলেও ছাত্রদলের এক অংশের চাপের কারণে ছাত্রাবাস খোলার কাজ বিলম্বিত হয়েছে। এখন তালিকা প্রকাশ হলেও তাদের হলে উঠতে দেওয়া হচ্ছে না।


তথ্যসূত্রঃ
১. ছাত্রাবাসে উঠতে গিয়ে ছাত্রদলের বাধার মুখে শিক্ষার্থীরা
– https://tinyurl.com/4584pvcy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবন্দুক সহ গ্রেফতার উপজেলা যুবদল আহ্বায়ক
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কাবুলে উদ্বোধন হল বখত কম্বল উৎপাদন কারখানার কার্যক্রম