২২ নভেম্বর, শুক্রবার দখলদার ইসরায়েলের বিমান ও স্থল বাহিনীর আগ্রাসনে লেবাননের বিভিন্ন এলাকায় একদিনে নিহত হয়েছেন ৫৯ জন এবং আহত হয়েছেন আরও ১১২ জন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হতাহতের ঘটনার পর ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা ৩ হাজার ৬৪২ জন এবং আহতের সংখ্যা ১৫ হাজার ৩৫৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। এখনও নতুন নতুন এলাকা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বাড়ছে উদ্বাস্তুর সংখ্যা।
তথ্যসূত্র:
1. Lebanon’s death toll exceeds 3,600 as Israeli attacks kill 59 more people
– https://tinyurl.com/5n95f5x4
2.Lebanon’s death toll exceeds 3,600 as Israeli attacks kill 59 more people
– https://tinyurl.com/cth866ym