মিরসরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

0
20

চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াহেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রহিম চৌধুরী স্বপন বলে, বৃহস্পতিবার নিজামপুর বাজারে যুবদল কর্মী আরিফ শ্রমিকদল কর্মী মুরাদকে মারধর করে। এ নিয়ে শুক্রবার যুবদল কর্মী টিটু আরিফকে জিজ্ঞেস করতে গেলে টিটুকেও মারধর করে আটকে রাখে। খবর পেয়ে অন্য নেতাকর্মীরা গেলে তাদের উপর হামলা করা হয়। এতে আমাদের ছয় নেতাকর্মী আহত হয়েছে।

তবে যুবদল কর্মী আরিফ বলে, কয়েকদিন আগে মুরাদ আমার জেঠাতো ভাই সুমনকে মারধর করে। এ বিষয়ে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসা করতে গেলে তার সঙ্গে ধাক্বাধাক্কি হয়। এ ঘটনার জেরে আজ সকালে স্বপনের নেতৃত্বে দুই সিএনজি লোক অস্ত্র নিয়ে আমাকে মারতে আসে। আমাকে না পেয়ে বাড়িতে গিয়ে কয়েকজনকে কুপিয়ে মারাত্মক যখম এবং বাড়ি ঘরে ভাংচুর চালায়।


তথ্যসূত্র:
১. আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৩
– https://tinyurl.com/26u8vpj9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পারওয়ান প্রদেশে উদ্বোধন হল স্যানিটারি পণ্য উৎপাদন কারখানার কার্যক্রম
পরবর্তী নিবন্ধইয়েমেনে শত্রুর স্পাই ড্রোন কন্ট্রোল সেন্টারে মুজাহিদদের যৌথ অভিযান