গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো সন্ত্রাসী ইসরায়েল, একদিনে নিহত ৩৮

0
30

ফিলিস্তিনের গাজার নুসেইরাতে একটি মসজিদ গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি খান ইউনিসসহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। ২৩ নভেম্বর, শনিবার গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।

আল জাজিরা বলছে, গাজার বিভিন্ন জায়গা ছাড়াও গতকাল কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে নুসেইরাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল-ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

মসজিদটির মুয়াজ্জিন আদনান ইমাদ আল-দিন বলেছেন, দুপুরের নামাজের পরেই মসজিদটিতে হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিধ্বস্ত মসজিদের ধ্বংসস্তুপ থেকে পবিত্র কোরআন শরীফের বিচ্ছিন্ন পাতা উদ্ধারের চেষ্টা করেন এলাকাবাসী।

আল-দিন আরও বলেছেন, ইসরায়েলিরা চায় না আমরা নামাজ পড়ি। কিন্তু আমরা নামাজ পড়বই এবং এই মসজিদ আগের থেকে আরও ভালোভাবে বানাবো।

একইদিনে, খান ইউনিসসহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল । স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতালগুলোর বাইরের পরিবেশ।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত বর্বর ইসরায়েলি হামলায় প্রায় ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৪ হাজারেরও বেশি মানুষ।


তথ্যসূত্র:
1. More than 100 Palestinians killed in Israeli attacks on Gaza in 48 hours
– https://tinyurl.com/2dn6a9ju

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে শত্রুর স্পাই ড্রোন কন্ট্রোল সেন্টারে মুজাহিদদের যৌথ অভিযান
পরবর্তী নিবন্ধলেবাননজুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩৩