সিরিয়ার আলেপ্পো ও ইদলিবে রুশ বিমান হামলায় শহীদ ২৫

0
356

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলী আলেপ্পো ও ইদলিবে মুজাহিদিন নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথ হামলা চালিয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, এসওএইচআর বলছে, সিরিয়ায় মুজাহিদিনরা আলেপ্পো দখলের পর আরও অগ্রসর হয়েছে এবং এর মধ্যেই রবিবার তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে রাশিয়ার বিমান হামলায় আরও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এসওএইচআর।

সিরিয়ার বিরোধী নিয়ন্ত্রিত হোয়াইট হেলমেট ০২ ডিসেম্বর, সোমবার ভোরে জানিয়েছে, ০১ ডিসেম্বর, রবিবারের হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক জনগন। ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও যেসব এলাকার নিয়ন্ত্রণ মুজাহিদিনরা নিয়েছে সেখানেও যুদ্ধবিমান হামলা করেছে।


তথ্যসূত্র:
1.At least 25 killed as Russian, Syrian jets intensify bombing of Syrian rebel territory
– https://tinyurl.com/4rfpk2fb
2. More Russian strikes as Syrian rebels advance after taking Aleppo
– https://tinyurl.com/3etr4k86

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল-কান্দাহার মহাসড়কের ৮০ কিলোমিটার অংশে পুনর্নির্মাণ কাজ সম্পন্ন
পরবর্তী নিবন্ধইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদরাসা শিক্ষকের উপর বর্বরোচিত হামলা