যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালাল সন্ত্রাসী ইসরায়েল, নিহত ১১

0
82

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। ২ ডিসেম্বর, সোমবার লেবাননের দুটি গ্রামে হামলা চালায় তারা। এতে অন্তত ১১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের ইসরায়েলের বর্বর হামলায় অন্তত ৯ জন লেবানিজ নিহত হয়েছেন। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিহতের সংখ্যা ১১ বলে উল্লেখ করেছে।

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি হানাদার বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে। ২ ডিসেম্বর, সোমবার ইসরায়েলি হামলায় সেখানে ১১ জন নিহত হয়েছেন। লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রবিবার আল জাজিরা এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে।

ড্রোনগুলো বৈরুতের উত্তর-পূর্বে বালবেক শহরের ওপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, কেবল শনিবারেই ইসরায়েলি বাহিনী ২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যার ফলে গত ২৭ নভেম্বর থেকে চার দিনে চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ৬২-এ।

এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আইতারুন, বিনত জবাইল এবং আল-মুতাইত অঞ্চল।


তথ্যসূত্র:
1. Israel kills 11 people in Lebanon; Hezbollah attacks Israeli position
– https://tinyurl.com/mr3etm7y
2.Hezbollah attack draws Israeli strikes, 11 killed, ceasefire limit tested
– https://tinyurl.com/bdhcmy2m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলের তাণ্ডবে নিহত আরও ৩৭ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় হামা সিটির দরজায় বিজয়ের কড়া নাড়ছেন মুজাহিদিনরা