ভারতে বসবাসের পূর্বশর্ত ‘রাধে রাধে বলতে হবে’: বিজেপি নেতা

0
66

ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক মায়াংকেশ্বর শরণ সিং মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে বলেছে, ‘ভারতে থাকতে হলে হিন্দুত্ববাদী স্লোগান দিতে হবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রামকথা নামক একটি ধর্মীয় অনুষ্ঠানে সে জোর দিয়ে বলেছে, (হিন্দুস্তান মে রেহনা হ্যায় তো রাধে রাধে কেহনা হ্যায়) ‘হিন্দুস্তানে থাকতে হলে রাধে রাধে বলতে হবে।’ তার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে দেওয়া তার এ মন্তব্যে উপস্থিত লোকজন একযোগে ‘রাধে রাধে’ বলে স্লোগান দিচ্ছে।

বিজেপি বিধায়কের এই মন্তব্যসহ সাম্প্রতিক হিন্দুত্ববাদী নেতাদের কর্মকাণ্ডে ভারতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়ে দেশে মুসলিমদের বিরুদ্ধে বৈরী পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।


তথ্যসূত্র:
1. “To Live in Hindustan, One Must Chant Radhe Radhe”: UP Minister Mayankeshwar Sharam Singh
– https://tinyurl.com/5t5a6zmu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে ভারতীয় বাহিনীর ভুয়া এনকাউন্টারে যুবক খুন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের পাকতিকা প্রদেশে দীর্ঘ প্রত্যাশিত ৬০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন