পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক

0
144

পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ারের বাড়ি জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় এলাকায়। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক শুক্রবার রাতে ভারতে গরু আনতে যায়। ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা ও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।

প্রসঙ্গত, সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই বিএসএফের গুলিতে একজন নিহতের খবরটি সামনে এলো।


তথ্যসূত্রঃ
১.পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
-https://tinyurl.com/38383e3e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেট সীমান্তে মিললো বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ
পরবর্তী নিবন্ধআফগান সিমেন্ট খাতে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম করবে জাবাল-সারাজ সিমেন্ট কারখানা