আফগান সিমেন্ট খাতে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম করবে জাবাল-সারাজ সিমেন্ট কারখানা

0
161

আমদানি নির্ভরতা কমিয়ে আনতে আফগানিস্তানের পারওয়ান প্রদেশে নির্মিত হচ্ছে জাবাল সারাজ সিমেন্ট কারখানা। এটি নির্মাণে বিনিয়োগের পরিমাণ নির্ধারিত হয়েছে ২২০ মিলিয়ন মার্কিন ডলার। আল-ফালাহ আল-আলামি নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান এটি নির্মাণে বিনিয়োগ করছে। কারখানাটি দৈনিক ৫০০০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করবে বলে একটি এক্স পোস্টে জানান জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানের বার্ষিক সিমেন্ট চাহিদা প্রায় ৭০ লক্ষ টন। নির্মাণাধীন কারখানাটি উক্ত চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ফলে সিমেন্ট খাতে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে ইমারতে ইসলামিয়া।

৬০০ জেরিব বা প্রায় ৩০০ একর জমির উপর কারখানাটি নির্মিত হচ্ছে। এতে প্রায় ৫ হাজার জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সিমেন্ট উৎপাদনে স্থানীয়ভাবে সংগৃহীত কাঁচামাল ব্যবহৃত হবে, যা দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1. $220M Cement Factory Construction Begins in Jabal Saraj
– https://tinyurl.com/ysmnm86m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিক
পরবর্তী নিবন্ধইসরায়েলের বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত