সোমালিয়ার রাজধানী মোগাদিশু এবং কিসমায়ো শহরে মুজাহিদদের ২টি অভিযানে অন্তত ১৩ শত্রু সেনা নিহত এবং ৯ সেনা সদস্য আহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যসূত্রে জানা গেছে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ৬ ডিসেম্বর, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উপকণ্ঠে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। অতর্কিত অভিযানটি এই অঞ্চলের “হাওয়া আবদি” এলাকায় অবস্থিত পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে চালানো হয়েছে। সূত্রমতে, শত্রু বাহিনীকে দিকভ্রান্ত করতে মুজাহিদিনরা প্রথমে ব্যারাকে ২টি বোমা বিস্ফোরণ ঘটান। এরপর ব্যারাকে শক্তিশালী হামলা চালান মুজাহিদিনরা।
অভিযানের প্রাথমিক ফলাফল থেকে জানা যায়, মুজাহিদদের এই অভিযানে শত্রু বাহিনীর অন্তত ৯ সেনা নিহত এবং আরও ৬ সেনা সদস্য আহত হয়েছে। সেই সাথে শত্রু বাহিনী ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, এদিন মুজাহিদিনরা জুবা রাজ্যের কিসমায়ো জেলার উপকণ্ঠেও শত্রু বাহিনীর উপর একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি বুলো হাজি শহরে শত্রু বাহিনীর একটি সমাবেশ লক্ষ্য করে চালানো হয়, এতে ৪ শত্রু সৈন্য নিহত এবং আরও ৩ সৈন্য আহত হয়। সেই সাথে মুজাহিদিনরা একটি ভারী মেশিনগান সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।
বুলো হাজি এবং রাজধানী মোগাদিশু ছাড়াও মুজাহিদিনরা এদিন দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যের বাইদোয়া শহরের বিমানবন্দরে অবস্থিত ইথিওপিয়ান বাহিনীর ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছেন। এতে ক্রুসেডার বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। একইভাবে রাজধানী মোগাদিশুর সিনকাদির এলাকায়ও শত্রু বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছেন শাবাব মুজাহিদিনরা। ফলে শত্রু বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়।