ভারতে তিন মুসলিম শিশুকে মারধর ও হিন্দুত্ববাদী স্লোগান দিতে বাধ্য করলো হিন্দু যুবক

0
208

ভারতের মধ্যপ্রদেশের রতলাম জেলায় তিন মুসলিম শিশুকে মারধর এবং জয় শ্রী রাম স্লোগান দিতে বাধ্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর উক্ত এলাকায় মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ৬ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘ক্লারিওন ইন্ডিয়া’। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি প্রায় এক মাস আগে ঘটেছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই তিন শিশুকে জুতা দিয়ে মারধর করছে এবং মুখে চড় মারছে। শিশুদের বয়স যথাক্রমে ৬, ৯ এবং ১২ বছর। ভিডিওতে দেখা যায়, মার খাওয়ার পর শিশুরা যখন ‘আল্লাহ’ বলে চিৎকার করছিল, তখন সেই ব্যক্তি আরও মারধর করে এবং আল্লাহর নামের পরিবর্তে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে। শেষে শিশুরা ‘ভগবান’ এবং ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য হয়। তবে, তারপরও মুসলিম শিশুদের প্রতি হিন্দুত্ববাদী যুবকের সহিংসতা থামেনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসলিম সম্প্রদায় থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। তবে এখন পর্যন্ত পুলিশ অভিযুক্ত হিন্দুত্ববাদীকে গ্রেফতার করেনি।


তথ্যসূত্র:
1. MP: Muslim Children Assaulted and Forced to Say ‘Jai Shri Ram; Video Goes Viral
– https://tinyurl.com/47kmdryb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী মোগাদিশু ও কিসমায়োতে শাবাবের অভিযান : হতাহত ২২
পরবর্তী নিবন্ধভিডিও || নিম্নমানের বই ছাপিয়ে ১২ বছরে লোপাট ৩ হাজার কোটি টাকা