ঠাকুরগাঁওয়ে অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক সন্দেহে রামচন্দ্র পাল (৩২) নামে একজনকে আটক করেছে ৪২ বিজিবি। শুক্রবার (০৬ ডিসেম্বর ) বিকালে জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার (০৭ ডিসেম্বর ) বিকালে ৪২ বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমের বরাতে জানা যায়, শুক্রবার বিকালে জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির অন্তর্ভুক্ত ডাকদহ গোপালপুর গ্রামের সীমান্তবর্তী এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল রামচন্দ্রকে দেখতে পায়। গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা তার নাম এবং আনুষাঙ্গিক বিষয়ে জানতে চাইলে সে জানাতে ব্যর্থ হয়। পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে হরিপুর থানা পুলিশে সোপর্দ করে।
তথ্যসূত্র:
১.সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক
-https://tinyurl.com/2fu6b8v2