আফগান জিডিপি’র গড় প্রবৃদ্ধি ২.৭ শতাংশ: বিশ্ব ব্যাংক

0
129

বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের মোট দেশজ উৎপাদন(জিডিপি) এর গড় প্রবৃদ্ধি ২.৭ শতাংশ।অর্থনৈতিক প্রবৃদ্ধি দিক থেকে আফগানিস্তান মধ্যম অবস্থানে রয়েছে বলে প্রতিবেদনে স্বীকৃতি দেয়া হয়েছে।

এই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইমারতে ইসলামিয়ার শিল্প ও খনিজ সম্পদ বিভাগের ডেপুটি সাখী আহমাদ হাফিযাহুল্লাহ বলেন, প্রাথমিকভাবে আফগান অর্থনীতি নিয়ে সবার মাঝে উদ্বেগ বিরাজ করেছিল। কিন্তু বর্তমান আফগানিস্তান একটা ভাল অবস্থায় পৌঁছেছে, যেখানে জিডিপি প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে এবং মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। এক কথায়, অর্থনীতির মৌলিক সূচকগুলো ইতিবাচক অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ।

তালেবান শাসনামলে আফগানিস্তানে উল্লেখযোগ্য হারে দুর্নীতি হ্রাস পেয়েছে। এছাড়া ছোট-বড় অর্থনৈতিক প্রকল্প গ্রহণের ফলে দেশে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বেগবান হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপমন্ত্রী আব্দুল লতিফ নাজারি হাফিযাহুল্লাহ। দারিদ্র্য বিমোচন ও নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগসমূহ অবদান রাখছে বলেও তিনি মতামত ব্যক্ত করেন।

এছাড়া বিগত ৩ বছরে প্রতিবেশী দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। ফলে দেশটির আমদানি-রপ্তানি বাণিজ্য প্রসারিত হয়েছে। তাই অসংখ্য বাঁধা-বিপত্তি সত্ত্বেও আফগান অর্থনীতি ক্রমশ স্থিতিশীলতার দিকে অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ।


তথ্যসূত্র:
1. World Bank Reports 2.7% Growth in Afghanistan’s GDP
– https://tinyurl.com/5n6hpxn3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে হিন্দু প্রতিবেশীদের চাপে বাড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন মুসলিম দম্পতি
পরবর্তী নিবন্ধহাসিনা সরকারের গত ৬ বছরে দেশজুড়ে খুন ১৯ হাজার ৪০ জন