বিগত ৯ মাসে ৯৮ মিলিয়ন আফগানি রাজস্ব উপার্জন করেছে ইমারতে ইসলামিয়ার তাখার প্রদেশের খনিজ সম্পদ বিভাগ। উপার্জিত রাজস্ব তালেবান সরকারের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।
উক্ত বিভাগের দেয়া বিবৃতি অনুযায়ী, খনিজ সম্পদ আহরণের জন্য ইতোপূর্বে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছিল। প্রদেশটিতে বিদ্যমান খনিসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল জিপসাম, খনিজ লবণ ও কয়লা। বিভাগটির প্রাদেশিক পরিচালক মৌলভী সরদার ওয়ালি জাকির হাফিযাহুল্লাহ জানান, খনিজ সম্পদ আহরণ ও বিক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রতি অধিক গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট বিভাগ।
সরকারের খনি সংশ্লিষ্ট কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাগণ। প্রদেশটিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে উপার্জিত রাজস্ব থেকে বরাদ্দ দিতে সরকারের প্রতি তাঁরা আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র:
1. Takhar Mines Directorate Reports 98 Million AFN Revenue in Nine Months
– https://tinyurl.com/5n6xe9jp