দখলকৃত জম্মু ও কাশ্মীরে গুলিবিদ্ধ অবস্থায় দুই পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে। পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মানসিক চাপের কারণে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
০৮ ডিসেম্বর, রবিবার জম্মু জেলার উধামপুর এলাকা থেকে ওই দুই পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিস এর বরাতে জানা যায়, রবিবার সকাল ০৬:৩০ মিনিটে জেলার পুলিশ হেডকোয়ার্টার এর কালীমাতা মন্দিরের নিকটে পার্ক করা পুলিশের একটি গাড়ী থেকে গুলিবিদ্ধ দুইটি লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশের একটি দল উদ্ধারকৃত মরদেহ দুইটির ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, নিহত ওই দুই অফিসার একে-৪৭ দিয়ে একে অপরের উপর গুলি চালিয়েছে।
তথ্যসূত্র:
1. 2 Indian policemen found dead with bullet injuries in Udhampur
– https://tinyurl.com/ubjxarxk